শীতে বেড়াতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়াই দায়। সামনেই লম্বা ছুটির মরশুম। আর শীতের রোদ গায়ে মেখে এই ছুটিতে আম বাঙালির গন্তব্য হতেই পারে ‘সুন্দরী’ সুন্দরবন। কী ভাবে যাবেন সুন্দরবনে? কোথায় থাকবেন? নো টেনশন! আমরাই দিচ্ছি সুন্দরবনে বেড়াতে যাওয়ার সমস্ত খুঁটিনাটি। তা হলে আর দেরি কেন? আজ থেকেই প্ল্যান করুন আর বেরিয়ে পড়ুন। ইউনেস্কোর তরফে সুন্দরবনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ ঘোষণা করা হয়েছে। ম্যানগ্রোভ-এর অরণ্যে ভরা এই সুন্দরবনেই দেখা মেলে পৃথিবী-বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের। দক্ষিণরায়ের পাশাপাশি ‘সুন্দরী’ সুন্দরবনে দেখা মেলে হরিণ, কুমীর, বন্য শূকর, বাঁদর, বন মুরগি-সহ বহু প্রজাতির পাখির। সবুজ বনভূমি দেখার পাশাপাশি অফুরন্ত জলরাশির উপর ভেসে বেড়ানোর সঙ্গে সঙ্গে বন্যপ্রাণী-দর্শন এই সুন্দরবন ভ্রমণকে যথেষ্ট রোমাঞ্চকর করে তোলে। কিভাবে যাবেন: কলকাতা থেকে রেলপথ বা সড়কপথে ক্যানিং স্টেশন। সেখান থেকে অটো, বাস কিংবা টোটোতে করে সোনাখালি লঞ্চঘাট। এখান থেকে এই বছর সব থেকে বেশি পর্যটকদের ওঠা-নামা চলছে সুন্দরবনে যাওয়ার জন্য। কলকাতা থেকে সড়কপথেও সরাসরি আসা যায় সোনাখালিতে। আগে ক্যানিং থেকেই সরাসরি লঞ্চে যাওয়া আসা করা যেত। কিন্তু মাতলা নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে সোনাখালি থেকেই সিংহভাগ পর্যটকদের নিয়ে যাওয়া হয় সুন্দরবন ভ্রমণে। এ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার কৈখালি, রায়দিঘি ও গদখালি থেকেও সুন্দরবন ভ্রমনের ব্যবস্থা আছে।
yvdlqg