নামের সঙ্গে ‘মনাস্টারি’ শব্দটি থাকলেও, সেখানে থাকেন না কোনও মঙ্ক বা বৌদ্ধ সন্ন্যাসী। এ্মনই এক মনাস্টারি রয়েছে হংকং-এর শা তিন অঞ্চলে। যার নাম ‘টেন থাউজেন্ড বুদ্ধা’জ মনাস্টারি’। যদিও সেখানে রয়েছে প্রায় ১৩ হাজার বুদ্ধ মূর্তি। ইয়ুত কেই নামে এক বৌদ্ধ সাধক এই মঠ তৈরি করেছিলেন ১৯৫১ সালে। কথিত, ছোট থেকেই বুদ্ধের আদর্শ তাঁকে আকর্ষণ করত। মাত্র ১৯ বছর বয়সে তিনি সিদ্ধান্ত নেন, বৌদ্ধ ধর্ম নিয়েই বাকি জীবনটা কাটাবেন। এবং তা প্রমাণ করার জন্য তিনি নিজের বাঁ হাতের কড়ে আঙুল ও অনামিকা কেটে ফেলেন। এবং তা দিয়েই এক বুদ্ধমূর্তির সামনে প্রজ্জ্বলিত করেন ৪৮টি প্রদীপ।
2 Comments
-
Informative
zsaeln