কোস্টাল ট্রেক বললেই মানুষ কেমন নিরাসক্ত ভঙ্গিতে তাকান! আমি ভেবে দেখেছি, এর পিছনে মূলত তিনটি কারণ কাজ করে— ১| সমুদ্রের পাড় ব্যাপারটা গ্ল্যামারে কিছুতেই বরফের মুকুট পরা পাহাড়ের সঙ্গে এঁটে উঠতে পারে না। ২| বিচ বলতে আমরা তো সেই আদ্যিকাল থেকে দীঘা, মন্দারমণি, পুরী, গোপালপুর, চাঁদিপুরকেই চিনি। ওখানে আবার ট্রেকের কি আছে? ও তো পাতি সপ্তাহান্তের বেড়ানোর জায়গা। সবাই যায়। ট্রেকের মত গুরুগম্ভীর ব্যাপারের জন্য ততটা ঠিক "আপ মার্কেট" নয়। ৩| সমতলের মানুষদের বুকের ভিতর যে চোরা টান পাহাড়ের জন্য থাকে, তা বোধহয় একমাত্র পরকীয়ার টানের সঙ্গেই তুলনা করা যেতে পারে। ৪। সর্বপরি, হাঁচোড় পাঁচোড় করে উঠে কোনও পাহাড়ি খাঁজে তোলা ছবি পোস্টিয়ে প্রাণের যে আরাম মেলে, দিগন্ত বিস্তৃত তটভূমির উপর দাঁড়িয়ে তোলা ছবিতে তেমনটা ঠিক মেলে না।
3 Comments
-
dqzpsv
-
Test Comments
nj8ubm